সিনহা হত্যা মামলা

পুলিশের মামলার ৩ সাক্ষী আরও ৩ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তিন আসামি নুরুল আমিন, নিজাম উদ্দীন ও আয়াছ উদ্দীনের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টায় কক্সবাজার সদর আদালত-৪ এর জ্যৈষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
সিনহা মো. রাশেদ খান। ছবি: সংগৃহীত

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তিন আসামি নুরুল আমিন, নিজাম উদ্দীন ও আয়াছ উদ্দীনের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টায় কক্সবাজার সদর আদালত-৪ এর জ্যৈষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের দায়ের করা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুপুর ১২টা ১০ মিনিটে তাদের আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা চার দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে তিন আসামির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

খায়রুল ইসলাম বলেন, ‘টেকনাফ থানায় পুলিশের দায়ের করা মামলার সাক্ষী ও অবসরপ্রাপ্ত মেজর সিনহার বোনের দায়ের করা হত্যা মামলার তিন আসামি বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা নুরুল আমিন, নিজাম উদ্দীন ও আয়াছ উদ্দীনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১১ আগস্ট মারিশবুনিয়া এলাকা থেকে র‌্যাব তাদের আটক করে।’

টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস তার ভাইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। শুনানি শেষে বিচারক তামান্না ফারাহ আবেদনটি গ্রহণ করে হত্যা মামলা রুজু করার জন্য টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদেশ দেন। ওই মামলার তদন্ত ভার দেওয়া হয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব)।

মামলায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলী, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাসসহ নয় জনকে আসামি করা হয়।

গত ৩১ জুলাই মেজর (অব.) সিনহা মেরিন ড্রাইভের একটি চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হওয়ার পর সিনহা ও তার সঙ্গে থাকা সিফাতের বিরুদ্ধে মাদক ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে টেকনাফ থানায় মামলা করে পুলিশ। উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিতের দায়ের করা ওই মামলায় এই তিন জনকে সাক্ষী দেখানো হয়েছিল।

Comments

The Daily Star  | English

Labour bill sent to freezer

In an almost unheard-of move, President Mohammed Shahabuddin has sent a bill back to parliament for reconsideration and the bill is the newly amended labour law.

2h ago