ছুটিতে বেড়াতে গিয়ে করোনা আক্রান্ত দি মারিয়া, পারেদেস
প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) দুই আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল দি মারিয়া আর লেয়ান্দ্রো পারেদেস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন এমন খবরই দিয়েছে। ফরাসী লিগ ওয়ান চ্যাম্পিয়ন দলটির পক্ষ থেকেও দুজন খেলোয়াড়ের আক্রান্তের খবর নিশ্চিত করা হয়েছে। তবে দলের বিবৃতিতে আক্রান্তদের নাম জানানো হয়নি।
চ্যাম্পিয়ন্স লিগ শেষ হওয়ার পর ছুটিতে স্প্যানিশ দ্বীপ ইপজিয়া বেড়াতে গিয়েছিলেন দি মারিয়া ও পারেদেস। সেখান থেকে ফেরার পর নিয়মিত পরীক্ষায় তাদের দুজনেরই কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
করোনা শনাক্ত হওয়ার পর পরই দুই ফুটবলার আইসোলেশনে চলে গেছেন। আরও দুবার পরীক্ষায় নেগেটিভ আসার আগ পর্যন্ত তাদের আইসোলেশনেই থাকতে হবে।
১০ সেপ্টেম্বর থেকে লিগ ওয়ানে নতুন মৌসুম শুরু হবে। ১৩ সেপ্টেম্বর মার্সেইর বিপক্ষে ম্যাচ দিয়ে খেলায় নামবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী অন্তত প্রথম দুই ম্যাচে করোনা আক্রান্ত দুই তারকা দি মারিয়া ও পারেদেসকে পাওয়া যাবে না।
করোনার কারণে লম্বা সময় বন্ধ ছিল গেল মৌসুমের সব ইউরোপিয়ান লিগ। করোনার কারণে স্থগিত হওয়ার আর শুরুই করা যায়নি লিগ ওয়ান। পয়েন্ট টেবিলে অনেকখানি এগিয়ে থাকায় শিরোপা জিতে পিএসজি। তবে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে মাঠে নেমেছিল তারা। উঠেছিল ফাইনালেও। সেখানে বায়ার্ন মিউনিখের কাছে হেরে হতাশায় পুড়তে হয় তাদের। করোনার কারণে বদলে যাওয়া পরিস্থিতিতে বৈশ্বিক ক্রীড়া আসরগুলো ফিরলেও খেলা হচ্ছে কড়া স্বাস্থ্যবিধি মেনে।
Comments