মেহেরপুরে মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা
মেহেরপুরের গাংনী উপজেলায় একটি মসজিদের মুয়াজ্জিন ছহির উদ্দীনকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে উপজেলার সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
ছহির উদ্দীন উপজেলার সাহেবনগর গ্রামের বাসিন্দা। তিনি সাহেবনগর মাদরাসা, গোরস্থান ও ঈদগাহ দেখাশোনা করতেন। পাশাপাশি সাহেবনগর মাদরাসা মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে গ্রামের মাদরাসা ও গোরস্থানের পাশে মুখোশ পরিহিত দুই জন তাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে হত্যাকাণ্ডে জড়িত এখনো কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।’
Comments