‘নির্ধারিত সময়েই সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন’
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন।
আজ বুধবার কক্সবাজার জেলা কারাগারে আসামি প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদের পর তিনি এ কথা জানান।
তদন্ত কমিটি আজ সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কক্সবাজার জেলা কারাগারে ছয় ঘণ্টা টেকনাফ থানার বহিস্কৃত ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদ শেষে বিকেল সাড়ে ৫টায় মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, 'আমরা দীর্ঘ সময় প্রদীপ কুমার দাশের সঙ্গে কথা বলেছি। তার কাছ থেকে ঘটনার বিভিন্ন তথ্য সংগ্রহের চেষ্টা করেছি।'
তিনি আরও বলেন, 'প্রদীপের দেওয়া তথ্য ও এর আগে ৬৭ জনের সঙ্গে কথা বলে সংগ্রহ করা তথ্য ও বক্তব্য আমরা গভীরভাবে বিশ্লেষণ করছি।'
'আশা করছি, মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময়সীমা ৭ সেপ্টেম্বরের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবো,' যোগ করেন তিনি।
গত ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে এই কমিটি গঠন করে। ৩ আগস্ট সভা করে দাপ্তরিকভাবে কমিটির কার্যক্রম শুরু করে। সাত দিনের মধ্যে অর্থাৎ ১০ আগস্ট প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় নির্ধারণ করে দেয় মন্ত্রণালয়। কমিটি এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা না দিয়ে দুই সপ্তাহ সময় বাড়ানোর আবেদন করে মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় সময় বাড়ায় ২৩ আগস্ট পর্যন্ত।
পরে, ২২ আগস্ট আবারো সময় বাড়ানোর আবেদন করে কমিটি। এরপর মন্ত্রণালয় পুনরায় প্রতিবেদন জমা দেওয়ার সময় ৩১ আগস্ট ও সর্বশেষ ৭ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করে।
Comments