বশেমুরবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক একিউএম মাহবুব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. একিউএম মাহবুবকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি শেষ করে অধ্যাপক মাহবুব নিউজিল্যান্ডের ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন। তার গবেষণার বিষয়বস্তুর মধ্যে আছে হিউম্যান জিওগ্রাফি, পপুলেশন ডায়নামিক্স, মাইগ্রেশন অ্যান্ড আরবানাইজেশন, পলিটিকাল জিওগ্রাফি ও দুর্যোগ ব্যবস্থাপনা।
এর আগে গত বছর উপাচার্যের অপসারণের দাবিতে বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হলে, তৎকালীন উপাচার্য খন্দকার মো. নাসিরউদ্দিন পদত্যাগ করেন এবং ৭ অক্টোবর অধ্যাপক ড. এম শাহজাহানকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য করা হয়।
Comments