টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য এক কোটি বিশ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আজ টেকনাফ থেকে হ্নীলাগামী একটি অটোরিকশায় ইয়াবার বড় চালান পাচার হতে পারে। ওই সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টের নজরদারী ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। সকাল ৭.৪৫ মিনিটের দিকে দুই যাত্রীসহ একটি অটোরিকশা চেকপোস্ট থেকে ১০০ গজ দূরে এসে পৌঁছায়। চেকপোস্টে তল্লাশি দেখে অটোরিকশায় থাকা দুই ইয়াবা পাচারকারী পালানোর চেষ্টা করে। এ সময় বিওপি’র বিশেষ টহল দল ধাওয়া করে ইয়াবা পাচারকারীদের একজনকে আটক করতে সক্ষম হয়।
বিজিবি আরও জানায়, পরে অটোরিকশাতে তল্লাশি চালিয়ে বালতির ভিতরে লুকিয়ে রাখা একটি চটের বস্তা উদ্ধার করা হয়। বস্তা খুলে এক কোটি বিশ লাখা টাকা মূল্যমানের ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিকে ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।
Comments