চট্টগ্রামে তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৪

চট্টগ্রামের পতেঙ্গায় ইনকনট্রেড লিমিটেডের কনটেইনার ডিপোতে তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন।
উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়ার পথে গতকাল বুধবার গভীর রাতে রবিউল হোসেন (৩২) নামের ওই ব্যক্তি মারা যান বলে জানায় পুলিশ। রবিউল হোসেন কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দা। তিনি ওই প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
বুধবার দুপুরে কনটেইনারবাহী প্রাইম মুভার ট্রেইলারের তেলের ট্যাংকে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে রবিউল দগ্ধ হয়েছিলেন। এ সময় ঘটনাস্থলে তিনজন নিহত ও রবিউল সহ তিন জন আহত হন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ জানান, রবিউলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার গভীর রাতে কুমিল্লার কাছাকাছি পৌঁছালে তিনি মারা যান। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। বিস্ফোরণে এ নিয়ে চার জন মারা গেলেন বলে জানান তিনি। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Comments