কক্সবাজারে ইয়াবাসহ ২ রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার তাজনিমারখোলা ক্যাম্প এলাকা থেকে দুই শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই রোহিঙ্গা তরুণ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার তাজনিমারখোলা ক্যাম্প এলাকা থেকে দুই শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন এবিপিএন-১৬’র কমান্ডিং অফিসার মো. হেমায়েতুল ইসলাম। গ্রেপ্তার দুই জন হলেন— উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পের ব্লক-সি ১০’র মৃত সাব্বির আহাম্মদের ছেলে মো. তৈয়ব (২২) ও একই এলাকার তিন নম্বর ক্যাম্পের ব্লক-ডি ৫’র হোসেন জোহরের ছেলে মো. ইলিয়াস (১৯)।

কমান্ডিং অফিসার মো. হেমায়েতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সোয়া ৯টার দিকে তাজনিমারখোলা এপিবিএন ক্যাম্পস্হ ক্যাম্প-১৯’র সিআইসি অফিস সংলগ্ন রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের দেহ তল্লাশি করে দুই শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

3h ago