খেলা

করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ সাকিব

আগামী মাসেই শেষ হচ্ছে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ। তাই ঠিক ওই সময়ে জাতীয় দলে ফিরতে এখন থেকেই অনুশীলন চাইলিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে তার আগে করোনাভাইরাস পরীক্ষা করান এ অলরাউন্ডার। সেখানে নেগেটিভ আসায় খুব শীগগিরই অনুশীলনে নামছেন দেশের অন্যতম সেরা এ খেলোয়াড়।
shakib al hasan
ছবি: রয়টার্স

আগামী মাসেই শেষ হচ্ছে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ। তাই ঠিক ওই সময়ে জাতীয় দলে ফিরতে এখন থেকেই অনুশীলন চাইলিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে তার আগে করোনাভাইরাস পরীক্ষা করান এ অলরাউন্ডার। সেখানে নেগেটিভ আসায় খুব শীগগিরই অনুশীলনে নামছেন দেশের অন্যতম সেরা এ খেলোয়াড়।

প্রায় পাঁচ মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর গত বুধবার ভোরে ঢাকায় ফিরেছেন সাকিব। এরপর থেকেই নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি। অপেক্ষা ছিল করোনাভাইরাস পরীক্ষা করার। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাই পরীক্ষার জন্য নমুনা দেন। ফলাফল পেয়েছেন আজ। পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে জানিয়েছে সাকিবের পারিবারিক এক ঘনিষ্ঠ সূত্র।

অবশ্য দেশের বিমান ধরার আগে এক দফা করোনা পরীক্ষা করে নেগেটিভ ফল পেয়েছিলেন সাকিব। লম্বা ভ্রমণে আক্রান্ত হয়েছেন কি-না তা নিশ্চিত হতে ফের পরীক্ষা করান। খুব শীগগিরই বিকেএসপিতে যাওয়ার কথা সাকিবের। সেখানে ১৪ দিন থাকবেন কোয়ারেন্টিনে। পাশাপাশি অনুশীলন করবেন এ অলরাউন্ডার।

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় এক বছরের নিষেধাজ্ঞার মধ্যে থাকা বাংলাদেশের সাবেক অধিনায়ক করোনাভাইরাস মহামারির পুরোটা সময় পার করেছেন পরিবারের সঙ্গে। স্ত্রী ও দুই কন্যাকে নিয়েই কেটেছে তার সময়।

আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা কাটিয়ে সব ধরণের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সঙ্গেই দ্রুত ক্রিকেটে ফিরতে আগেভাগেই তাই অনুশীলন শুরু করা। তবে নিষিদ্ধ ক্রিকেটার হিসেবে এই সময়ে বিসিবির কোন সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন না সাকিব। প্রস্তুতির জন্য তাই সাকিব বেছে নিয়েছেন নিজের বেড়ে উঠার প্রতিষ্ঠান বিকেএসপিকে। সেখানে কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধায়নে কাজ করার কথা তার।

সাকিবের ক্রিকেটে ফেরার সময়টায় শ্রীলঙ্কায় সফরে থাকবে বাংলাদেশ। প্রাথমিক সূচি অনুযায়ী ২৪ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা দুই দলের প্রথম টেস্ট। শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্ট থেকেই সাকিরের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা প্রবল।

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

1h ago