চলে গেলেন সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীও

আবু ওসমান চৌধুরী। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী (৮৫) মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৮টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আবু ওসমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী আবুল বাশার। তিনি জানান, বার্ধক্যজনিত কারণে বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী। সর্বশেষ গত ৩০ আগস্ট অসুস্থ অবস্থায় তাকে সিএমএইচে ভর্তি করানো হয়। এরপর পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়। সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

মুক্তিযুদ্ধকালে আবু ওসমান চৌধুরী আট নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্বপালন করেছেন এবং সেক্টর কমান্ডারস ফোরামের (এসসিএফ) সহসভাপতি ছিলেন।

এর আগে, গত ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্থানীয় সময় সাড়ে ৯টায় মারা যান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম। পরে ৩১ আগস্ট তার মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। ১ সেপ্টেম্বর তার শেষকৃত্য অনুষ্ঠান হয়।

আরও পড়ুন:

করোনা আক্রান্ত সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী সিএমএইচে ভর্তি

চলে গেলেন সেক্টর কমান্ডার সি আর দত্ত

‘মুক্তিযুদ্ধের চেতনাটাকে আমরা বায়বীয় করে ফেলেছি’

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

55m ago