ইউএনও ওয়াহিদার ওপর হামলা পরিকল্পিত, বিচ্ছিন্ন ঘটনা নয়: বিএএসএ
দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে বলে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ) দাবি করেছে।
আজ শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিএএসএ সভাপতি জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ এ দাবি করেন।
লিখিত বক্তব্যে হেলালুদ্দীন আহমদ বলেন, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে একে বিচ্ছিন্ন ও চুরির ঘটনা বলে চালিয়ে দেওয়ার অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু, হামলার পর ঘটনাস্থল থেকে কোনো জিনিস চুরি হয়নি।
হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘ওয়াহিদা খানম একজন সৎ, নির্লোভ ও নির্ভীক কর্মকর্তা। বিভিন্ন স্বার্থান্বেষী মহল তার কাছে বেআইনি তদবির করে ব্যর্থ হয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’
এক প্রশ্নের জবাবে বিএএসএ সাধারণ সম্পাদক শেখ ইউসুফ হারুন বলেন, ‘ওয়াহিদা খানমের ওপর কোনও চাপ ছিল কিনা, তা তিনি জেলা প্রশাসককে বলেননি। তবে, কিছুদিন আগে তিনি বালুমহাল দখলের উচ্ছেদসহ বিভিন্ন অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছেন।’
এতে কেউ তার ওপর সংক্ষুব্ধ থাকতে পারেন বলে তিনি মনে করেন।
ইউএনওদের নিরাপত্তায় ইতোমধ্যে আনসার মোতায়েন করা হয়েছে উল্লেখ করে বিএএসএ সভাপতি যে সব এলাকায় ব্যাটালিয়ন পুলিশ রয়েছে, সেখানে তাদেরকে মোতায়েনের দাবি জানান।
Comments