ইউএনও’র ওপর হামলার মামলায় ২ আসামির ৭ দিনের রিমান্ড

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দুই আসামির সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ শনিবার বিকাল পাঁচটায় দিনাজপুর চীফ ম্যাজিস্ট্রেট আদালতে তিন আসামির মধ্যে দুজনকে হাজির করা হয়। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসু এই রিমান্ড মঞ্জুর করেন।
এদিন মামলার নতুন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওসি ইমাম জাফর আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে আদালত ওই দুই আসামির পাঁচ দিনের রিমান্ড দেন।
রিমান্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- নবীরুল ইসলাম ও সান্টু কুমার।
এই মামলার অপর আসামি আসাদুল হক অসুস্থ হয়ে পড়ায় তাকে র্যাবের হেফাজতে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।
মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় হত্যা চেষ্টা, সরকারি বাসভবনে অনুপ্রবেশ, চুরিসহ তাদের নামে একাধিক মামলা হয়েছে।
আরও পড়ুন:
Comments