শীর্ষ খবর

ময়মনসিংহে দেশি মাছের লাইভ জিন ব্যাংক উদ্বোধন

ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে প্রথমবারের মতো দেশি মাছের লাইভ জিন ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে।

ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে প্রথমবারের মতো দেশি মাছের লাইভ জিন ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে।

আজ সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তরের একটি পুকুরে শতাধিক প্রজাতির দেশি মাছের লাইভ জিন ব্যাংকের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের কৈ, তেলাপিয়া ও সাদা পাঙ্গাস মাছের জার্মপ্লাজম মৎস্য অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরও করেন তিনি। এখানকার উন্নত জাতের কৈ মাছ মুল জাতের চেয়ে ১৬ শতাংশ, তেলাপিয়া ৬২ শতাংশ এবং পাঙ্গাস ১৪ শতাংশ অধিক উৎপাদনশীল। উন্নত এই তিন জাতের মাছ চাষাবাদ করা হলে দেশে দুই লাখ ৭৫ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, দেশের মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা মিটিয়ে সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। কোনো পুকুর পতিত রাখা যাবে না। উন্নয়নের অগ্রযাত্রায় সবাইকে শরিক হতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার মৎস্য খাতের উন্নয়নের মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র্য দূর করে সবাইকে স্বাবলম্বী করতে চায়। মৎস্য সম্পদের উন্নয়নে প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় রয়েছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের মধ্যে ময়মনসিংহে সবচেয়ে বেশি মাছ উৎপাদন হওয়ায় আগামীতে জাতীয় পর্যায়ের মৎস্য সপ্তাহ এখানে আয়োজন করা হবে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

4h ago