ইউএনও’র ওপর হামলার প্রধান আসামি আসাদুলকে পুলিশের কাছে হস্তান্তর

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা আসাদুল ইসলামকে ঘোড়াঘাট থানা পুলিশের কাছ হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসামি আসাদুল ইসলামকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নাম প্রকাশ অনিচ্ছুক ঘোড়াঘাট থানার এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলার তদন্তভার দিনাজপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করায়, আসাদুলকে ডিবি পুলিশের কাছে পাঠানো হবে।
গত বৃহস্পতিবার রাতে ইউএনও’র বাড়িতে ঢুকে হামলার ঘটনার একদিন পর শুক্রবার ভোরে ঘোড়াঘাটের সাগরপুর গ্রামের বাসিন্দা ও ঘোড়াঘাট পৌর যুবলীগের সদস্য আসাদুলকে হাকিমপুর উপজেলার কালীগঞ্জ গ্রাম থেকে আটক করে র্যাব।
আটকের পর অসুস্থ হয়ে পড়ায় তাকে র্যাব হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আজ মামলার অপর দুই আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসু।
Comments