স্কুল খোলা না গেলে প্রাথমিকের পরীক্ষা নেওয়া হবে না: জ্যেষ্ঠ সচিব
করোনাভাইরাসের কারণে স্কুল খোলা না গেলে এ বছর প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন। আজ রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যদি অক্টোবর বা নভেম্বর মাসে বিদ্যালয় খোলে, তাহলে মূল্যায়নের চিন্তা আছে। স্কুলের স্বাভাবিক কার্যক্রম কীভাবে শুরু করা যায় সেটা প্রতিটি প্রতিষ্ঠানকে ভেবে ঠিক করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে অর্থের অভাবে অনেক কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে। শিশুরা যেন ঝরে না পড়ে, সে জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। ওই সব এলাকার (ক্যাচমেন্ট এরিয়া) প্রাথমিক বিদ্যালয়ে যেন তাদের ভর্তি করা হয়। আমাদের পরিকল্পনা সফল হলে আমরা ড্রপআউট নিয়ন্ত্রণ করতে পারবো।
এ সময় ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের কর্মসূচি জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
Comments