শেরপুরে জঙ্গলে মৃত হাতি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জঙ্গলে একটি হাতিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে ৩০ থেকে ৪০টি বন্য হাতির একটি পাল ভারত থেকে এসে নাকুগাঁও-ডালুকোনা গ্রামে হানা দেয়। গ্রামবাসী মশাল জ্বালিয়ে ঢাকঢোল বাজিয়ে হাতির পাল তাড়ানোর চেষ্টা করে। শেষ রাতে হাতির পাল ভারতের সীমান্তবর্তী জঙ্গলে ফিরে যায়।
আজ সকালে গ্রামবাসী কাটাবাড়ী এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পান।
নয়াবিল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ইউনুছ আলী দেওয়ান বলেন, ‘গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে কাটাবাড়ী এলাকায় মরা হাতিটিকে দেখতে যাই। হয়তো হাতিটি অসুস্থ থাকায় হাতির পালের সঙ্গে ফিরে যেতে পারেনি।’
নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ময়নউদ্দিনের নেতৃত্বে একটি দল আজ দুপুরে হাতির মরদেহ দেখতে যান। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘হাতিটির বয়স প্রায় ৬৫ বছর। বার্ধক্যজনিত জটিলতায় হাতিটি মারা গিয়ে থাকতে পারে। মরদেহে আঘাতের চিহ্ন নেই।'
‘এটি একটি স্বাভাবিক মৃত্যু। তাই, আমরা বন কর্মকর্তাদের হাতি কবর দেওয়ার পরামর্শ দিয়েছি। আজ বিকেলে হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে,’ যোগ করেন তিনি।
Comments