নারায়ণগঞ্জে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ২৭ জন নিহত হওয়ার ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আট কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে তিতাস কর্তৃপক্ষ।

আজ সোমবার দুটি পৃথক চিঠিতে তিতাস কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোহম্মদ সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া।

বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন, সিনিয়র সুপারভাইজার মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, সাহায্যকারী হানিফ মিয়া এবং প্রকর্মী ইসমাইল প্রধান।

কর্তব্যে অবহেলার জন্য সাময়িকভাবে বরখাস্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশও জারি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

16m ago