কোমা থেকে ফিরেছেন নাভালনি: বার্লিন হাসপাতাল

বার্লিনের চ্যারিট হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও পুতিনের সমালোচক আলেক্সি নাভালনিকে কোমা থেকে বের করা হয়েছে এবং তিনি এখন সাড়া দিচ্ছেন।
আলেক্সি নাভালনি। ফাইল ফটো রয়টার্স

বার্লিনের চ্যারিট হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও পুতিনের সমালোচক আলেক্সি নাভালনিকে কোমা থেকে বের করা হয়েছে এবং তিনি এখন সাড়া দিচ্ছেন।

আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত মাসে রাশিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য জার্মানি আনার পর থেকে হাসপাতালটি তার চিকিৎসা করছে। হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছিল, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

আজ হাসপাতালটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘এই মারাত্মক বিষ তার শরীরে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।’

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল জানান, নভালনির শরীরে বিষাক্ত নভিচক প্রয়োগ করা হয়েছে। ২০১৮ সালে ইংল্যান্ডে একই ধরনের পদার্থ রাশিয়ান এজেন্ট এবং তার মেয়েকে আক্রমণে ব্যবহার করা হয় বলে জনিয়েছিল বৃটেন।

মস্কোর দাবি, নভালনিকে বিষ প্রয়োগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন:

কোমায় পুতিন সমালোচক নাভালনি, বিষপ্রয়োগের অভিযোগ

পুতিন সমালোচক নাভালনি চিকিৎসার জন্য জার্মানিতে

নাভালনিকে নার্ভ এজেন্ট ‘নভিচক’ প্রয়োগ করা হয়: জার্মানি

Comments