পুলিশ ভ্যান থেকে পালানো চার আসামি ৬ ঘণ্টা পর আটক
যশোরের শার্শার আমলা গ্রাম থেকে মাদকসহ আটক চার আসামি হ্যান্ডকাপ পড়া অবস্থায় পুলিশের ভ্যান থেকে পালিয়ে যায় আজ মঙ্গলবার সকালে। পরে ছয় ঘণ্টা অভিযান চালিয়ে গোগার সেতাই গ্রাম থেকে হ্যান্ডকাপসহ তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, আমলা গ্রামের ওয়াহেদ হোসেনের ছেলে মামুন হোসেন (২৫), রেজাউল ইসলামের ছেলে শামীম ইসলাম (২৭), মোস্তফার ছেলে শাহাবউদ্দিন (৩০) ও আয়নাল হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শার্শা থানা পুলিশ আজ সকালের দিকে আমলা গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ চার জনকে আটক করে পুলিশ ভ্যানে ওঠায়। থানায় নেওয়ার সময় মাঝপথে তারা হ্যান্ডকাপসহ পুলিশ ভ্যান থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের বেশ কয়েকটি দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে সেতাই গ্রাম থেকে তাদের আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান আসামি পলায়নের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের আটকের জন্য বিভিন্ন স্থানে পুলিশি অভিযান জোরদার করা হয়েছিল। ছয় ঘণ্টা অভিযান শেষে দুপুরের দিকে তাদেরকে আটক করা হয়েছে।
Comments