খেলা

বার্সেলোনা আগ্রহ দেখাচ্ছে, জানালেন ডিপাই নিজেই

অলিম্পিক লিওঁর তারকা ফরোয়ার্ড জানালেন, তাকে দলে টানতে আগ্রহী স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা।
memphis depay
ছবি: রয়টার্স

গেল কিছু দিন ধরেই চলছে জল্পনা-কল্পনা। কিন্তু নিশ্চিত করে বলার উপায় ছিল না। এবারে মেমফিস ডিপাই নিজেই খুললেন মুখ। অলিম্পিক লিওঁর তারকা ফরোয়ার্ড জানালেন, তাকে দলে টানতে আগ্রহী স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা।

সোমবার রাতে উয়েফা নেশন্স লিগে ঘরের মাঠে ইতালির কাছে ১-০ গোলে হেরে গেছে নেদারল্যান্ডস। ম্যাচ শেষে নিজ দেশের গণমাধ্যম এনওএসের কাছে ডিপাই বলেছেন, ‘আমি আমার এজেন্টের কাছ থেকে বেশি কিছু শুনিনি। তবে আমি জানি যে, (বার্সেলোনার) আগ্রহ রয়েছে (আমার প্রতি)। তবে আমার আর কিছু বলার নেই। কারণ, আমি এ সম্পর্কে (এখনও) তেমন কিছু জানি না।’

গেল মাসে বার্সার কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে রোনাল্ড কোমানের নাম। তিনি এর আগে নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্বে ছিলেন। কোমানের ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকেই তার স্বদেশি ডিপাইয়ের কাতালান ক্লাবটিতে নাম লেখানোর সম্ভাবনা নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হয়ে আসছে।

আগামী বছরের গ্রীষ্মে বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে ডিপাইয়ের। ফরাসি গণমাধ্যমগুলোর দাবি, তাকে স্পেনে উড়িয়ে নিতে এরই মধ্যে লিওঁর সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে বার্সা। তাছাড়া, কদিন আগে ডিপাই নিজেও ফরাসি ক্লাবটি ছেড়ে যাওয়ার আভাস দিয়েছেন।

ইতোমধ্যে শুরু হয়ে গেছে ফরাসি লিগ ওয়ানের ২০২০-২১ মৌসুম। আসরের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন ডিপাই। দিজোঁর বিপক্ষে স্বাদ নিয়েছেন হ্যাটট্রিকের। তবে লিওঁকে বিদায় জানাতে চাইলেও আগামী মাসে গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে তিনি নতুন ক্লাবে পাড়ি জমাতে পারবেন কিনা, তা নিয়ে কিছুটা সন্দিহান ডিপাই।

২৬ বছর বয়সী উইঙ্গার বলেছেন, ‘কী ঘটে তা দেখার অপেক্ষায় থাকতে হবে আমাদের। আমি আগামীকাল (মঙ্গলবার) রিপোর্ট করব (লিওঁর কাছে)। এরপর কী হয় তা আমরা দেখব।’

Comments

The Daily Star  | English

After OCs, EC orders to transfer UNOs

In the first phase, it asked to transfer all UNOs who have been working in their respective upazilas for more than a year

33m ago