করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য মারা গেছেন। এএসআই পদমর্যাদার মো. আব্দুল আলীম মোল্লা গতকাল সোমবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি নাটোর জেলার সদর কোর্টে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার দক্ষিণ তাউসারায়।
এ নিয়ে করোনাকালে ৭৪ জন পুলিশ সদস্য মারা গেছেন বলে আজ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন এএসআই আলীম। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা আড়াইটার দিকে মারা যান তিনি।
১৯৯৫ সালে কনস্টেবল হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন আব্দুল আলীম মোল্লা।
Comments