ইউএনও ওয়াহিদাকে কাল কেবিনে দেওয়া হতে পারে: ডা. বদরুল হক
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে কেবিনে স্থানান্তরের চিন্তা করা হচ্ছে। চিকিৎসকরা জানান, আগের চেয়ে ওয়াহিদার অবস্থার উন্নতি হওয়ায় আগামীকাল তাকে কেবিনে নেওয়া হতে পারে।
ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল হক আজ সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ধারাবাহিকভাবে ওয়াহিদার উন্নতি হচ্ছে। কেবিনে স্থানান্তর করা হলে পরিবারের সদস্যরা তার সঙ্গে থাকতে পারবেন। আশা করছি এতে অবস্থার আরও দ্রুত উন্নতি হবে। আরও কমপক্ষে সাত থেকে দশ দিন মতো তাকে হাসপাতালে থাকতে হতে পারে।’
ওয়াহিদার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরেই আমরা তার এমআরআই করানোর প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। কিন্তু শারীরিক নাজুক অবস্থার কারণে সম্ভব হচ্ছিল না।অনেক সময় সিটি স্ক্যানে সুক্ষ্ম ঘটনাগুলো ধরা পড়ে না। গতকাল এমআরআই করা সম্ভব হয়েছে। খুশির খবর হলো, নতুন করে তার মস্তিষ্কে কোনো ক্ষতি হয়নি।’
তিনি বলেন, ‘ওয়াহিদার শরীরের ডান অংশ এখনো প্যারালাইজড অবস্থায় আছে। এর জন্য তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। সুচিকিৎসা নিশ্চিত করতে রোগী হিসেবে সহযোগিতা করছেন ওয়াহিদা। এটা নিশ্চিত করে বলা যায় যে তার সঠিক চিকিৎসা হয়েছে।’
প্যারালাইসিস থেকে সেরে উঠতে দীর্ঘ সময় লাগতে পারে জানিয়ে তিনি আরও বলেন, ‘স্ট্রোকের ক্ষেত্রে প্যারালাইসিস থেকে সবক্ষেত্রে রোগী সেরে উঠে না। কিন্তু মাথায় আঘাতের ক্ষেত্রে প্রায় পুরোপুরি সুস্থ্য হয়ে যায়। তবে এর জন্য সময় লাগবে।’
গত সপ্তাহে বুধবার রাতে উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসার টয়লেটের ভেল্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা ঢুকে হামলা চালায়। এ সময় ওয়াহিদার বাবা এগিয়ে আসলে তাকেও আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এই ঘটনার প্রধান সন্দেহভাজন যুবলীগের স্থানীয় নেতা আসাদুল ইসলামকে সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
আরও পড়ুন:
ভূমি দখলকারীদের রোষানলে ছিলেন ইউএনও ওয়াহিদা
Comments