খেলা

শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সান্ত্বনা

সাউদাম্পটনের এইজেস বৌলে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সান্ত্বনা পেয়েছে অসিরা।

সিরিজ জিতে যাওয়ায় জস বাটলার আগেই চলে গিয়েছিলেন ছুটিতে, ছিলেন না নিয়মিত অধিনায়ক ইয়ন মরগ্যানও।  প্রথম দুই ম্যাচ রান না পাওয়া জনি বেয়ারস্টো শুরু ধুকলেও পেয়েছেন রান। বাকি কেউ থিতু হতে না পারায় ইংল্যান্ডের করা মামুলি সংগ্রহ অনায়াসে পেরেছে অস্ট্রেলিয়া।

সাউদাম্পটনের এইজেস বৌলে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সান্ত্বনা পেয়েছে অসিরা। ইংল্যান্ডের ১৪৫ রান অসিরা পেরিয়ে যায় ৩ বল আগে। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই পকেটে পুরেছে স্বাগতিকরা।

টস হেরে ব্যাটিং পেয়ে ওপেন করতে নেমে টম ব্যান্টনকে শুরুতেই হারায় ইংল্যান্ড। এরপর ছন্দে থাকা ডেভিড মালানকে নিয়ে জুটি পান বেয়ারস্টো। মালান এবার থিতু হয়েও ফেরেন ২১ রান করে। রান পাননি স্যাম বিলিংস। বেয়রস্টো টিকে গিয়ে দিচ্ছিলেন বড় সংগ্রহের আভাস। ফিফটি করার অ্যাস্টন অ্যাগারের বলে মিসটাইমিংয়ে কাবু তিনি। এরপর এই ম্যাচে অধিনায়কত্ব করা মঈন আলি, জো ডেনলিরা টেনেটুনে দলকে দেড়শোর কাছে নিয়ে যান।

১৪৬ রানের লক্ষ্যে ডেভিড ওয়ার্নারের জায়গায় নামা ম্যাথু ওয়েড- অ্যারন ফিঞ্চের শুরুটা ছল জুতসই। ওভারপ্রতি ১০ রানের উপর এনে ওয়েড ফেরেন চতুর্থ ওভারে। তিনে উঠে আসা মার্কাস স্টয়নিসও ছিলেন আগ্রাসী মেজাজে। তবে খেলা শেষ করে আসা হয়নি তারও। গ্লেন ম্যাক্সওয়েল , স্টিভেন স্মিথদের আরেকটি ব্যর্থতার দিনে ১০০ রানে ৫ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু মিচেল মার্শ-অ্যাস্টন অ্যাগার জুটিতে নিরাপদে তরী ভিড়েছে তাদের।

এবার ওয়ানডে সিরিজ খেলতে দুদল যাবে ম্যানচেস্টারে। ওল্ড ট্রাফোর্ডে ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।

Comments

The Daily Star  | English

After OCs, EC orders to transfer UNOs

In the first phase, it asked to transfer all UNOs who have been working in their respective upazilas for more than a year

1h ago