আমি মিসবাহর জায়গায় থাকলে বলতাম, ‘এটা আমারই ভুল’: শোয়েব

Shoaib Akhtar

ইংল্যান্ড সফরে পাকিস্তানের বাজে পারফরম্যান্সে আগেই প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল হককে দায় দিয়েছিলেন শোয়েব আখতার। সাবেক এই গতি তারকা এবার জানিয়েছেন, মিসবাহর জায়গায় থাকলে কী করতেন তিনি।

পাকিস্তানের ক্রিকেট নিয়ে বরাবরই কড়া সমালোচনায় মুখর থাকেন শোয়েব। নিজের ইউটিউব চ্যানেলেই চাঁচাছোলা মন্তব্য করেন প্রায়ই। এবার জিও টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে শোয়েব বলেছেন, এই অবস্থায় মিসবাহর জায়গায় থাকলে ভুল স্বীকার করে নিতেন তিনি,  ‘সৎ ও শক্ত মানুষ অভিযোগ করে না, সিদ্ধান্ত নেয়। আমি যদি তার জায়গায় থাকতাম বলতাম এটা আমার ভুল, আমি এটা ঠিক করে দেব। এটাই সোজা কথা। তার বলা উচিত ছিল যা ঘটেছে ঘটেছে, এখন আমি আমার কাজে উন্নতি করব।’

ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে হারার পর টি-টোয়েন্টেও সিরিজ জেতা হয়নি তাদের। বৃষ্টিতে এক ভেসে যাওয়ায় আর এক ম্যাচ জেতায় ড্র করতে পারে বাবর আজমরা। দলের বাজে পারফরম্যান্সে একইসঙ্গে প্রধান কোচ ও নির্বাচকদের দায়িত্বে থাকা মিসবাহকে জবাবদিহি করার কথা জানান পিসিবি প্রধান এহসান মানি। শোয়েব বলেন, অজুহাত দাঁড় না করে ভুল মেনে নেওয়া উচিত মিসবাহর,  ‘এদিক সেদিক প্যাঁচানো এটা মিসবাহর স্বভাব। আমি এমন নই। যাই হয়েছে আপনাকে আত্মবিশ্বাসের সঙ্গে দায় নিয়ে বলতে হবে আমি এখানে আছি, এইগুলা ঠিক করে দেব।’

গত ১২ মাসে মিসবাহর অধীনে দুই টেস্ট জিতলেও তিন টেস্ট হেরেছে পাকিস্তান। তিন ওয়ানডের মধ্যে জয় দুটিতে। তবে বাজে ফল টি-টোয়েন্টিতেই বেশি। ১২ টি-টোয়েন্টির মধ্যে পাকিস্তানের জয় কেবল তিন ম্যাচে। এরমধ্যে তিন ম্যাচ বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত।

মিসবাহ দায়িত্ব নেওয়ার সময় কুড়ি ওভারের ক্রিকেটে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল ছিল পাকিস্তান। কিন্তু হারার ধারা বহাল থাকায় তারা নেমে গেছে চার নম্বর। এদিকে টেস্টে পাকিস্তানের অবস্থান সাত নম্বরে।

 

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

Sources from the CA office confirmed that the meeting will take place at the State Guest House, Jamuna

50m ago