শাহজালাল বিমানবন্দরে কোকেন সদৃশ মাদক জব্দ
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটির সদস্যরা কোকেন সদৃশ মাদক জব্দ করেছেন। বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজে ডুয়েল ভিউ স্ক্যানারে পোশাক রপ্তানির একটি চালান স্ক্রিনিংয়ের সময় এই মাদক ধরা পড়ে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি রপ্তানি চালান থেকে কোকেন সদৃশ মাদক জব্দ করা হয়েছে। ছবি: সংগৃহীত
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটির সদস্যরা কোকেন সদৃশ মাদক জব্দ করেছেন।
বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজে ডুয়েল ভিউ স্ক্যানারে পোশাক রপ্তানির একটি চালান স্ক্রিনিংয়ের সময় এই মাদক ধরা পড়ে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান এক হোয়াটস অ্যাপ মেসেজে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
Comments