‘বার্সা-রিয়ালের সঙ্গে লড়াই করার সামর্থ্য রয়েছে অ্যাতলেতিকোর’
লা লিগায় বরাবরই শিরোপা লড়াইটা ফুটবল ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যেই হয়ে আসছে। তাদের সঙ্গে কিছুটা লড়াইয়ে থাকে অ্যাতলেতিকো মাদ্রিদ। কিন্তু মৌসুম শেষে শিরোপা যায় বার্সা-রিয়ালের ঘরেই। গত দেড় যুগে মাত্র একবার লা লিগার শিরোপা গিয়েছে দলদুটির বাইরে। তবে নতুন মৌসুমে ব্যাপারটা ভিন্ন হতে পারে বলে মনে করেন অ্যাতলেতিকোর মধ্যমণি সাউল। বার্সা-রিয়ালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে শিরোপা জেতার মতো দল এবার তাদের রয়েছে বলে জানান এ মিডফিল্ডার।
সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাউল বলেন, 'আমাদের যে স্কোয়াড আছে, তা দিয়ে আমাদের লা লিগার বড় দলগুলোর সঙ্গে লড়াই করার ক্ষমতা রয়েছে। এমনকি সব শিরোপা জয়ের সামর্থ্যও রয়েছে। তবে আমাদেরকে দেখাতে হবে যে, এটা শুধু কথার কথা না। ব্যাপারটা এমনভাবে মানতে হবে যে, "আমরা এটা করতে পারি, আমরা এটা করতে যাচ্ছি।" এটা সম্পূর্ণ মাঠে বাস্তবায়ন করার বিষয়। আমি সত্যিই বিশ্বাস করি, নতুন মৌসুমে আমাদের জন্য ভালো কিছু হতে যাচ্ছে।'
চলতি মৌসুমে অবশ্য বার্সা-রিয়ালের সঙ্গে তাল মিলিয়ে সেভিয়া, ভিয়ারিয়ালের মতো দলগুলো দারুণ কিছু সাইনিং করেছে। তাই নিজেদের কাজটা আরও কঠিন হয়ে যেতে পারে অ্যাতলেতিকোর। তবে এসব নিয়ে ভাবছেন না সাউল। শীর্ষেই নজর তার, 'আমি শীর্ষস্থান নিয়ে ভাবছি, কোনো দল নিয়ে নয়। যে কোনো দলই সেখানে যেতে পারে বিশেষকরে যে দুটো দল তাদের শক্তি বাড়িয়েছে তারাও। তবে আমি সবকিছুর দিকে নজর দিচ্ছি। আমাদের খুবই ভালো, তরুণ একটি দল রয়েছে। অনেক কিছুরই উন্নতি করতে হবে। উচ্চাশা নিয়ে শীর্ষস্থানের জন্য আমাদের একত্রে কাজ করে যেতে হবে।'
উল্লেখ্য, ২০১৩-১৪ মৌসুমে শেষবার লা লিগার শিরোপা জিতেছিল অ্যাতলেতিকো। আরেক ঘরোয়া আসর কোপা দেল রে জিতেছে আরও আগে। ২০১২-১৩ মৌসুমে। সর্বসাকুল্যে এটাই দলটির সাম্প্রতিক সাফল্য। তবে নতুন কিছু খেলোয়াড় নিয়ে দলটির শক্তি আরও বেড়েছে। যে কারণেই চলতি মৌসুমে প্রত্যাশাটা বেড়েছে সাউলের।
Comments