নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, মোট ২৯

বিস্ফোরণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে। ভেঙে গেছে দরজা-জানালার কাচ। ছবি: স্টার

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে আব্দুস সাত্তার (৪০) নামে আরও একজন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, ‘মৃতের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।’

‘নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত ২৯ জন মারা গেলেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আরও সাত জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক’, যোগ করেন তিনি।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে ‘গ্যাসের লাইন’ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৭ জন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন:

নারায়ণগঞ্জে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৮

মসজিদে বিস্ফোরণ: সিঁড়ির নিচে গ্যাস লাইনের সন্ধান

মসজিদে বিস্ফোরণ: ক্ষতিপূরণ চেয়ে করা রিটের আদেশ বুধবার

মসজিদে বিস্ফোরণ: রাঙ্গাবালীর নিহত ৪ পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা

নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, মোট ২৬

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৫

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত

মসজিদে বিস্ফোরণের বর্ণনা দিলেন ১৭ জন প্রত্যক্ষদর্শী

পুত্রের জন্যে পিতা!

‘দীর্ঘদিন ধরেই মসজিদে নামাজ পড়তে গেলে গ্যাসের গন্ধ পাওয়া যেতো’

বেদনাবিধুর নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: ৫ সদস্যের তদন্ত কমিটি

মসজিদ কমিটির সচেতনতার মারাত্মক অভাব ছিল: মেয়র আইভী

নারায়ণগঞ্জে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৩৭, আশঙ্কাজনক অনেকে

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

19h ago