করোনাভাইরাস: বাতিল করা হলো এএফসি কাপ

এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব আসর এএফসি কাপের ২০২০ সালের আসরটি বাতিল করা হয়েছে। করোনাভাইরাসের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এশিয়ার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বৈশ্বিক মহামারির কারণে নানাবিধ জটিলতা তৈরি হওয়ায় এএফসির নির্বাহী কমিটি প্রতিযোগিতাটি বাতিল করেছে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গেল মার্চে স্থগিত করা হয়েছিল এএফসি কাপ। নতুন সূচি অনুসারে, চলতি মাস থেকে আগামী নভেম্বর পর্যন্ত বিভিন্ন নিরপেক্ষ ভেন্যুতে নয়টি গ্রুপের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আসরের ‘ই’ গ্রুপে ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গেল মার্চে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ঢাকায় মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।
পরিবর্তিত সূচি অনুযায়ী, ‘ই’ গ্রুপের বাকি ম্যাচগুলো মালদ্বীপের মাটিতে আয়োজনের পরিকল্পনা ছিল। আগামী ২৩, ২৬ ও ২৯ অক্টোবর এবং ১ ও ৪ নভেম্বর মাঠে নামার কথা ছিল বসুন্ধরাসহ চারটি দলের।
এএফসি কাপে ফের মাঠে নামার লক্ষ্য নিয়ে চলতি মাসে প্রস্তুতিও শুরু করেছিল বসুন্ধরা। কিন্তু তাদের পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে এএফসির ঘোষণা।
Comments