কক্সবাজারের এসপিকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন খারিজ
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে মামলার বাদী সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের আবেদন খারিজ করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিকেল জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত কক্সবাজার সদর-৪ এর বিচারক তামান্না ফারাহ এ আবেদন খারিজ করেন বলে নিশ্চিত করেছেন সরকার পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।
এর আগে আজ দুপুরে শারমিন শাহরিয়ার ফেরদৌস আদালতে সশরীরে উপস্থিত হয়ে এ আবেদন করেছিলেন।
বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা বলেন, মূলত সিনহা হত্যার আগে ও পরে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সঙ্গে মামলার আসামিদের যোগাযোগ ছিল। তিনি (এসপি) আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন।
Comments