করোনায় ঢাকা ওয়াসার চেয়ারম্যান এম এ রশিদ সরকারের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর প্রাক্তন শিক্ষক ড. এম এ রশিদ সরকার মারা গেছেন।
ড. এম এ রশিদ সরকার। ছবি:সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর প্রাক্তন শিক্ষক ড. এম এ রশিদ সরকার মারা গেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা ওয়াসা সূত্র জানায়, করোনা শনাক্ত হওয়ার পর ড. এম এ রশিদ রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন এবং আজ সকালে সেখানেই তিনি মারা যান।

আজ বাদ আছর বুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

২০১৯ সালের ২৩ অক্টোবর থেকে ড. এম এ রশিদ সরকার ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর অধ্যাপক ছিলেন।

Comments