সেরেনাকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে আজারেঙ্কা

যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা।
Victoria Azarenka
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সেরেনা  উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা।

নিউ ইয়র্কের ফ্ল্যাশিং মিডোতে সেরেনার কাছে প্রথম সেট ৬-১ ব্যবধানে হারলে, দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বেলারুশ তারকা বাকি দুই সেট জেতেন ৬-৩, ৬-৩ ব্যবধানে।

আরেক সেমিতে যুক্তরাষ্ট্রের জে ভার্ডিকে হারিয়ে নারী এককের ফাইনাল নিশ্চিত করেছেন জাপানের নাওমি ওসাকা।

৩৮ পেরুনো সেরেনা গোড়ালির চোটে ম্যাচের মাঝেই বসে পড়েছিলেন। মেডিকেল বিরতির পর ফুরফুরে মেজাজ দেখিয়েছিলেন তিনি। প্রথম সেট জিতে নিয়েছিলেন বড় ব্যবধানে। কিন্তু ধীরস্থিরভাবে ম্যাচের গতি বাড়তে দিয়ে খেলার নিয়ন্ত্রণ নেন আজারেঙ্কা।

বাকি দুই সেটে খুব বেশি আর লড়াই আসেনি সেরেনার কাছ থেকে। ২০১৩ সালের পর প্রথম গ্র্যান্ড স্লামের সেমিতে উঠে নিরাশ হতে হয়নি আজারেঙ্কাকে। এই নিয়ে টানা ১১ ম্যাচ জিতলেন ৩১ বছর বয়েসী তারকা। 

১২ সেপ্টেম্বর ফাইনালে দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আজারেঙ্কাই থাকবেন ফেভারিট।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

10h ago