টঙ্গীতে স্টিল কারখানার আগুনে ৫ শ্রমিক দগ্ধ
গাজীপুরের টঙ্গীতে একটি স্টিল কারখানার আগুনে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার ভোরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ ভোরে টঙ্গীর মিলগেট এলাকায় এসএস স্টিল মিলস লিমিটেডের আগুনে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। এরা হলেন— রিপন (৩০), দুলাল (২৫), নিলয় (২৫), মোজাম্মেল (২২) ও আজাহার (২৬)। আজাহারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের শরীরের ৫০ শতাংশ ঝলসে যাওয়ায় তাদের ভর্তি রাখা হয়েছে।’
বাচ্চু মিয়া আরও বলেন, ‘লোহা গলানোর ছিটকে পড়ে তারা দগ্ধ হন। সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শ্রমিকদের নিরাপত্তার জন্য কারখানায় হেলমেট ও নির্দিষ্ট পোশাক আছে। কিন্তু সেগুলো যথেষ্ট কি না তা আমরা বলতে পারছি না। আহতদের পক্ষ থেকে কেউ অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেবো। প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’
Comments