ভারতে মে মাসের মধ্যেই করোনায় আক্রান্ত হন ৬৪ লাখের বেশি: জরিপ
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ শুক্রবার সর্বোচ্চ ৯৬ হাজারের বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন এক হাজার ২০৯ জন।
শুক্রবার পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৬২ হাজার ৬১৪ জন। মারা গেছেন ৭৬ হাজার ২৭১ জন।
এদিকে, ভারতে আইএমসিআরের সাম্প্রতিক এক জরিপে বলা হয়েছে, মে মাস পর্যন্ত দেশটিতে ৬৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
ইন্ডিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চে প্রকাশিত আইএমসিআরের ওই জরিপ বলছে, ভারতের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর শূন্য দশমিক ৭৩ শতাংশ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত ১১ মে থেকে ৪ জুন পর্যন্ত ২১টি রাজ্যের ২৮ হাজার মানুষের রক্তের নমুনা পরীক্ষা করে ওই জরিপটি চালানো হয়েছে। সবচেয়ে বেশি করোনা পজিটিভ পাওয়া গেছে ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে (৪৩ দশমিক ৩ শতাংশ)। এর পরেই রয়েছে ৪৬ থেকে ৬০ বছর বয়সীরা (৩৯ দশমিক ৫ শতাংশ)। সবচেয়ে কম আক্রান্ত হয়েছিলেন ষাটোর্ধ্বরা (১৭ দশমিক ২ শতাংশ)।
প্রতিবেদনটি জানায়, মে মাসের শুরুতে ভারতে মোট ৬৪ লাখ ৬৮ হাজার ৩৮৮ জন প্রাপ্তবয়স্ক সংক্রমিত হয়েছেন। মে মাসে সরকারি হিসাবের প্রতিটি করোনা রোগীর বিপরীতে ৮২ থেকে ১৩০ জন করোনা সংক্রমিত হয়েছেন, যাদেরকে শনাক্ত করা যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেশিরভাগ এলাকাগুলোতে কম সংক্রমণে বোঝা যাচ্ছে, ভারত মহামারির প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ভারতীয় জনগোষ্ঠীর বেশিরভাগই এখনো করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন। মে থেকে জুনের মধ্যেই ভারতে করোনার সংক্রমণ শহর থেকে গ্রামের দিকে ছড়িয়ে পড়ে।
Comments