শ্রমিকদের কর্মবিরতি, চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহন বন্ধ
নিয়োগপত্রের দাবি ও ছাঁটাইয়ের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহণ গাড়ির শ্রমিকদের কর্মবিরতি চলছে। এ কারণে আজ শনিবার সকাল থেকে বন্দরে কন্টেইনার পরিবহন বন্ধ আছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) এর সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাইম মুভার-ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতির কারণে ১৮টি বেসরকারি ডিপো থেকে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বন্দরে আনা যাচ্ছে না। সেইসঙ্গে ডিপোগামী আমদানি পণ্যবাহী কন্টেইনারও বন্দর থেকে পরিবহন বন্ধ আছে।
চট্টগ্রাম প্রাইম মুভার- ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকি জানান, এমএনএম ট্রান্সপোর্ট নামে একটি পরিবহন সংস্থা বিনা কারণে ৩৬ শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করেছে। এর প্রতিবাদে এবং নিয়োগপত্রের দাবিতে আজ সকাল থেকে কর্মবিরতি ডাকা হয়েছে।
Comments