ইউএনও ওয়াহিদা হয়তো হামলার ঘটনা মনে করতে পারছেন: ডা. বদরুল হক

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম তার উপর ঘটে যাওয়া হামলার ঘটনা হয়তো মনে করতে পারছেন বলে ধারণা করছেন ডাক্তাররা।
আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল হক দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানান।
ডা. বদরুল হক বলেন, ‘তার ওপরে হামলার পর প্রথমদিকে তিনি বুঝতে পারছিলেন না হাসপাতালে আছেন নাকি বাড়িতে আছেন। তিনি মনে করছিলেন বাড়িতে আছেন। কিন্তু, এখন তার যে শারীরিক অগ্রগতি হয়েছে তাতে তিনি বুঝতে পারছেন হাসপাতালে আছেন। ডাক্তার হিসেবে আমরা তার কাছে হামলা বা এই ঘটনা নিয়ে প্রশ্ন করতে পারি না। তবে, আমরা ধারণা করছি তার ওপর যখন হামলা হয়েছিল সেসব ঘটনা এখন মনে করতে পারছেন। হয়তো তিনি বুঝতে পারছেন তার সঙ্গে কী ঘটেছিল এবং এখন কী অবস্থায় আছেন।’
তিনি এখন স্বাভাবিক খাবার খাচ্ছেন। নার্সরা তাকে স্বাভাবিক খাওয়া-দাওয়া করাচ্ছেন বলেও জানান ডা. বদরুল হক।
তিনি আরও বলেন, ‘ইউএনও ওয়াহিদার মাথার সেলাই অর্ধেকের মতো কাটা হয়েছে। তাকে আইসিইইউ থেকে পাশের রিহ্যাবিলেটেশন ইউনিটে আনা হয়েছে। এটাও আইসিইউ’র মতই। এখানেও তিনি সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন।’
‘তার শরীরিক অবস্থা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। সে কারণে এখানে দেওয়া হয়েছে। এখনো নিবিড়ভাবে ফিজিওথেরাপি চলছে,’ যোগ করেন তিনি।
ডা. বদরুল হক বলেন, ‘আরও কয়েকদিন পরে তার মাথার বাকি সেলাই কাটা হবে। আশা করছি তখন ফ্যামিলি ক্যাবিনে দেওয়া যাবে। তখন তিনি আরও দ্রুত গতিতে সুস্থ হয়ে উঠবেন বলে আমরা ধারণা করছি।’
তিনি বলেন, ‘তার শরীরের অর্ধেক অংশ প্যারালাইজড হয়েছিল। কিন্তু, এখন আমরা দেখতে পাচ্ছি তিনি হাত নাড়াতে পারছেন। তাকে হাত নাড়াতে বললে তিনি হাত নাড়াচ্ছেন। তবে, হাত ছাড়া শরীরের ডানপাশের অন্য অংশ এখনো প্যারালাইজড হয়ে আছে। হাত নাড়ানোটা খুবই উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে আমরা দেখছি। কারণ আমাদের প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে তার শরীরের প্যারালাইজড অংশের উন্নতি হয়েছে। বিশেষ করে হাত নাড়ানোর বিষয়টি।’
আরও পড়ুন:
ইউএনও ওয়াহিদা স্বামীকে চিনতে পারছেন, তবে এখনো শঙ্কামুক্ত নন: ডা. বদরুল হক
ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে ঘোড়াঘাটের ইউএনও
ইউএনও’র ওপর হামলার প্রধান আসামি আসাদুলের ৭ দিনের রিমান্ড
দিনাজপুরে ছয় বছরে ২ ইউএনও’র ওপর হামলা
ইউএনও’র ওপর হামলার ঘটনায় ঘোড়াঘাটের ওসি প্রত্যাহার
ঘোড়াঘাট ইউএনওর বাসভবনে হামলা
Comments