নারায়ণগঞ্জে বিস্ফোরণ: ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা প্রদানের আদেশ স্থগিত

নারায়ণগঞ্জে মসজিদ বিস্ফোরণে মারা ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে প্রাথমিক ব্যয় হিসেবে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।
বিস্ফোরণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে। ভেঙে গেছে দরজা-জানালার কাচ। ছবি: স্টার

নারায়ণগঞ্জে মসজিদ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে প্রাথমিক ব্যয় হিসেবে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে আজ রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারক মো. নূরুজ্জামান এ আদেশ দেন।

তিতাস গ্যাস লিমিটেডের আবেদন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্ট।

তিতাস গ্যাস লিমিটেডের আইনজীবী এএম আমিন উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর প্রত্যেক ভুক্তভোগীকে পাঁচ লাখ টাকা দিতে হচ্ছে না তিতাস গ্যাসকে।

আমিন উদ্দিন বলেন, এই বিস্ফোরণের জন্য তিতাস গ্যাস লিমিটেড দায়ী কিনা তা এখনো নিশ্চিত নয়। কারণ, এখনো কোনো তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।

তিতাস গ্যাস লিমিটেডের আরেক আইনজীবী মেজবাহুর রহমান ডেইলি স্টারকে জানান, এখনো পর্যন্ত কোনো প্রতিবেদন জমা দেওয়া হয়নি উল্লেখ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছে।

তিনি আরও জানান, সুতরাং এটি এখনো নিশ্চিত নয় যে, তিতাস গ্যাস লিমিটেড প্রকৃতপক্ষে ঘটনার জন্য দায়ী।

মসজিদে বিস্ফোরণের ঘটনায় হাইকোর্টের আইনজীবী ও নারায়ণগঞ্জের বাসিন্দা মারউম খন্দকার ক্ষতিপূরণে চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। পরে হাইকোর্ট গত ৯ সেপ্টেম্বর তিতাস গ্যাস লিমিটেডকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে সাত দিনের মধ্যে পাঁচ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেন।

Comments

The Daily Star  | English
BNP call's hartal

Fresh 48-hour blockade from Sunday: BNP

The BNP today called a fresh two-day countrywide blockade from 6:00am on Sunday

16m ago