নিহত বন কর্মকর্তার পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা

ছবি: সংগৃহীত

চাকরিতে যোগ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় বনদস্যুদের হামলায় নিহত কক্সবাজারের মহেশখালি রেঞ্জের বনকর্মকর্তা ইউছুপ উদ্দিনের পরিবারের পাশে আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে বনবিভাগ।

গতকাল শনিবার কুতুবদিয়া উপজেলায় দশ লাখ টাকার আর্থিক অনুদানের চেক ইউছুপ উদ্দিনের বাবার হাতে তুলে দেন প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী।

চট্টগ্রামে চারদিনের এক সরকারি সফরে এসে নিহতের পরিবারকে দেখতে যান প্রধান বনসংরক্ষক। এ সময় নিহতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

এ বছরের ফেব্রুয়ারিতে বনবিভাগে সহকারি রেঞ্জ কর্মমকর্ততা হিসেবে যোগ দেন ইউছুপ উদ্দিন। গত ৩০ জুলাই মহেশখালি উপজেলার কেরুনতলি বিটের করইবুনিয়া এলাকায় দখলদাররা বনের চারা গাছ নষ্ট করে বন দখলের চেষ্টা করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি।

সেখানে দখলদারকে হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে পাঁচ দিনে চিকিৎসা শেষে মারা যান ইউছুপ।

আর্থিক অনুদান প্রদানের সময় চট্টগ্রাম সার্কেলের বন সংরক্ষক আবদুল আউয়াল সরকার ও উপকূলীয় বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম মাওলা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

2h ago