বাঁকখালী নদী দখল: আ. লীগ, বিএনপি নেতাসহ ২০ জনকে দুদকের নোটিশ
কক্সবাজারের বাঁকখালী নদী দখলের অভিযোগে আওয়ামী লীগ, বিএনপি ও সাবেক এক জামায়াতে ইসলামী নেতাসহ ২০ জনকে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
গত ৭ সেপ্টেম্বর দেয়া ওই নোটিশের একটা কপি দ্য ডেইলি স্টারের হাতে এসেছে।
এতে দেখা যায়, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবর রহমান, বিএনপি কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাবেক জামায়াত নেতা জাহাঙ্গীর কাশেম, খালেক চেয়ারম্যান, ছালেহ আহমদ ও ফরিদুল আলমসহ ২০ জনকে নোটিশ দেয়া হয়েছে।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দখল দূষণে বাঁকখালী নদীর অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে। প্রাথমিকভাবে আমরা ২০ জনকে নোটিশ দিয়েছি। পর্যায়ক্রমে দখলে যুক্ত সবাইকে ডাকা হবে।’
তদন্ত শেষে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি।
Comments