ঠাকুরগাঁওয়ে উচ্ছেদ অভিযানে রেলের ৩৫ একর জমি দখলমুক্ত
ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের পূর্ব ও পশ্চিম পাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ। গতকাল উচ্ছেদ অভিযান চালানো হলেও আজ সোমবার রেলের পক্ষ থেকে উদ্ধারকৃত মোট জমির পরিমাণ জানানো হয়।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্ণেন্দু দে। প্রশাসনের পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সহায়তা করেন। এ সময় রেলওয়ে ভূ-সম্পদ বিভাগ, জিআরপি থানার সদস্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও ঠাকুরগাঁও রোড রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পূর্ণেন্দু দে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের দুপাশে দখলদাররা শতাধিক কাঁচা ও আধা পাকা বাড়ি এবং দোকানপাট গড়ে তুলেছিলেন। নানা ধরনের মাদক কেনাবেচার অভিযোগও পাওয়া যাচ্ছিল। উচ্ছেদ অভিযানের আগে নোটিশ দেওয়ার পাশাপাশি মাইকে প্রচারণা চালানো হয়েছে। তবু তারা রেল জায়গা থেকে সরে যায়নি। অভিযানে রেলের ৩৫ একর জমি দখলমুক্ত করা হয়েছে।’
সূত্র জানায়, রেলওয়ে বিভাগ উন্নয়ন কার্যক্রম ও সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে প্রায় দুই কোট ব্যয়ে আরেকটি প্লাটফর্মের নির্মাণ কাজ শুরু করেছে। এ ছাড়া, ফুটওভার ব্রিজ, রেল ক্রসিং প্লাটফর্ম নির্মাণের কাজ কয়েক মাসের মধ্যে শুরুর পরিকল্পনা আছে। যে কারণে রেলের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারের প্রয়োজন দেখা দিয়েছে।
উচ্ছেদ করে দেওয়ায় পঞ্চাশের বেশি পরিবার অসহায় হয়ে পড়েছে। শতবর্ষী আয়শা বিবি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কয়েক যুগ ধরে আমরা সপরিবারে এখানে বসবাস করছি। এখন থাকার ঘর ভেঙে দিলো। আমরা কোথায় যাব, কী করবো আল্লাহ জানেন।’
জমিরুল বলেন, ‘স্টেশন এলাকায় বারো ভাজা বিক্রি করে সংসার চালাই। দীর্ঘ দিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে স্টেশনের পাশেই বসবাস করছিলাম। সরকার আমাদের পুনর্বাসনের উদ্যোগ নেবে কি না জানি না।’
Comments