রেণু হত্যা মামলায় হাইকোর্টে আসামির জামিন
ঢাকার বাড্ডায় গত বছর জুলাইয়ে পিটুনিতে তাসলিমা বেগম রেণুকে হত্যার অভিযোগে করা মামলার আসামি মো. রাজুকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
বেঞ্চের নিয়মিত কার্যক্রম পুনরায় চালু না হওয়া পর্যন্ত বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও মো. বদরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ অভিযুক্ত রাজুর জামিন মঞ্জুর করেন।
এই মামলায় কেন রাজুকে নিয়মিত জামিন দেওয়া হবে না রাষ্ট্রপক্ষের কাছে তার ব্যাখ্যা চেয়ে একটি রুলও জারি করেন হাইকোর্ট বেঞ্চ।
গতকাল সোমবার এ মামলায় রাজুর জামিন চেয়ে তার আইনজীবী শফিকুল আলম মাহমুদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
আজ মঙ্গলবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'মো. রাজু সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেওয়ায়, হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছেন।'
রাজু এখন এ মামলায় কারাগারে আছেন উল্লেখ করে তিনি আরও বলেন, 'সরকার তার জামিনের বিষয়ে হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদনের প্রস্তুতি নিচ্ছে।'
পুলিশ জানায়, দুই সন্তানের জননী রেনু (৪০) গত বছর ২০ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে গেলে ছেলে ধরা সন্দেহে পিটুনিতে নিহত হন।
পরে, এ ঘটনায় তার ভাতিজা নাসির উদ্দিন টিটো বাড্ডা থানায় ৪০০-৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।
Comments