জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা
শিনজো আবের পদত্যাগের পর ইয়োশিহিদে সুগাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছে জাপানের পার্লামেন্ট। চলতি সপ্তাহের শুরুতে শাসক দলের নেতৃত্ব অর্জনের পর আজ বুধবার ভোটাভুটিতে তার এ অবস্থান নিশ্চিত হয়।
বিবিসি জানায়, শিনজো আবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইয়োশিহিদে সুগা আবের নীতি অনুযায়ী দেশ পরিচালনার কাজ করবেন।
স্বাস্থ্যগত কারণে শিনজো আবে গত মাসে পদত্যাগের ঘোষণা দেন।
আজ সকালে সর্বশেষ মন্ত্রিপরিষদ বৈঠকে শিনজো আবে সাংবাদিকদের জানান, প্রায় আট বছর ক্ষমতায় থাকাকালে নিজ অর্জনের জন্য তিনি গর্বিত।
এরপর জাপানের নিন্মকক্ষ ডায়েটে ভোটাভুটিতে সহজেই জয়লাভ করেন ইয়োশিহিদে সুগা এবং তার রক্ষণশীল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
আরও পড়ুন:
ইয়োশিহিদে সুগা জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী
জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী, প্রতিদ্বন্দ্বিতা ৩ প্রার্থীর মধ্যে
Comments