আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৫৯

Road accident logo
স্টার অনলাইন গ্রাফিক্স

আগস্ট মাসে দেশের সড়ক-মহাসড়কে ৩৮৮টি দুর্ঘটনায় ৪৫৯ জন নিহত ও ৬১৮ জন আহত হয়েছেন। এই সময় রেলপথে ১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও তিন জন আহত হয়েছেন। আজ বুধবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এই তথ্য জানিয়েছে।

দেশের জাতীয় ও আঞ্চলিক দৈনিক, অনলাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেল এই প্রতিবেদন তৈরি করেছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

এতে আরও বলা হয়, আগস্ট মাসে নৌপথে ৪১টি দুর্ঘটনায় ৮০ জন মৃত্যু হয়। আহত হন ৫২ জন এবং ৩১ জন নিখোঁজের সংবাদ পাওয়া যায়। সড়ক, রেল ও নৌপথে মোট ৪৪৪টি দুর্ঘটনায় ৫৫৩ জন নিহত এবং ৬৬৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ২৮ দশমিক ৯৮ শতাংশ মোটরসাইকেল, ২১ দশমিক ৬১ শতাংশ ট্রাক ও কাভার্ডভ্যান, ১৬ দশমিক ১২ শতাংশ বাস, আট দশমিক ৭৪ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, নয় দশমিক ৭৭ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, সাত দশমিক ৭১ শতাংশ নছিমন-করিমন, সাত দশমিক ০৩ শতাংশ কার-মাইক্রোবাস সড়ক দুর্ঘটনার কবলে পড়ে।

 

সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে গত ৪ আগস্ট। ওই দিন ২৬টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৬ জন আহত হন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটে ১৯ আগস্ট। মোট চারটি সড়ক দুর্ঘটনায় চার জন নিহত ও তিন জন আহত হন। এর মধ্যে ৪৮ দশমিক ৯৬ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৮ দশমিক ৮৬ শতাংশ জাতীয় মহাসড়কে, ১৪ দশমিক ৬৯ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়।

মোট দুর্ঘটনার পাঁচ দশমিক ১৫ শতাংশ ঢাকা মহানগরে, দুই দশমিক ০৬ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও শূন্য দশমিক ২৫ শতাংশ রেলক্রসিংয়ে সংঘটিত হয়।

Comments

The Daily Star  | English

Pakistan minister denies nuclear body meeting after offensive launched on India

Pakistan's military said earlier that the prime minister had called on the authority to meet. The information minister did not respond immediately to a request for comment.

30m ago