দেশেই বাজাজের থ্রি-হুইলার তৈরি করবে রানার
বাংলাদেশেই ভারতীয় ব্র্যান্ড বাজাজ অটো লিমিটেডের থ্রি-হুইলার তৈরি ও বিক্রি করবে পুঁজিবাজারে সম্প্রতি তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস।
দেশীয় এই কোম্পানি সম্প্রতি বাজাজ অটো লিমিটেডের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই করেছে। বাজাজের সহায়তায় তিন শ কোটি টাকা ব্যয়ে রানার অটোমোবাইলস বাংলাদেশে কারখানা স্থাপন করবে। সেখানে আরই ফোরএস মডেলের অটোরিকশা উৎপাদন করা হবে।
রানার অটোমোবাইলস আশা করছে, শিগগির সাশ্রয়ী দামে মানসম্পন্ন ও সহজলভ্য থ্রি-হুইলার বাজারে আসবে।
Comments