কক্সবাজারের এসপি এবিএম মাসুদ হোসেনকে বদলি
কক্সবাজার জেলার পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে বদলি করে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
কক্সবাজারের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামানকে।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়।
এবিএম মাসুদ হোসেন ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর থেকে কক্সবাজারের এসপি হিসেবে দায়িত্ব পালন করেন।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আসামি হিসেবে হত্যাকালীন সময়ে দায়িত্বে থাকা এসপি এবিএম মাসুদ হোসেনকে অন্তর্ভুক্তির আবেদন করেছিলেন সিনহার বড়বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। তবে, সেই আবেদন খারিজ করে দেন আদালত।
Comments