২ মাসে নিবন্ধন অধিদপ্তরের আয় ১২৬৪ কোটি ৭৫ লাখ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকার পরও গত জুলাই ও আগস্ট মাসে এক হাজার ২৬৪ কোটি ৭৫ লাখ ২২ হাজার টাকা আয় করেছে নিবন্ধন অধিদপ্তর। এই দুই মাসে দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে মোট পাঁচ লাখ ৩৬ হাজার ৪৩৭টি দলিল নিবন্ধিত হয়েছে।
আজ বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠানো অধিদপ্তরের এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়, গত আগস্ট মাসে সারা দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলো থেকে ৫৭৫ কোটি আট লাখ ৭৭ হাজার টাকা আয় হয়েছে এবং জুলাই মাসে আয় হয়েছে ৬৮৯ কোটি ৬৬ লাখ ৪৫ হাজার টাকা।
এতে আরও বলা হয়, ঈদুল আজহা ও বন্যার কারণে আগস্ট মাসের আয় তুলনামূলক কম হয়েছে।
এ সময়ে নিবন্ধন অধিদপ্তরের অধীনে থাকা ২৬ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশের বিভিন্ন স্থানে মোট ৭৯টি সাব-রেজিস্ট্রার পদ শূন্য আছে বলেও উল্ল্যেখ করা হয় চিঠিতে।
Comments