'মাই কোভিড হিরোজ' লেখা জার্সি পরে খেলবেন কোহলিরা

ছবি: সংগৃহীত

বর্ণবাদী আচরণের প্রতিবাদ জানিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগসহ অনেক লিগের খেলোয়াড়রা 'ব্লাক লাইভ ম্যাটার্স' লিখিত জার্সি পরে খেলছেন। ঠিক তেমনই এবার বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস যোদ্ধাদের স্মরণে 'মাই কোভিড হিরোজ' জার্সি পরে খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) খেলোয়াড়রা। এক দুই ম্যাচ নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো আসর জুড়েই এমন জার্সি পরে খেলবেন বিরাট কোহলিরা।

বৃহস্পতিবার এক ভিডিও সংবাদ সম্মেলনে নতুন জার্সির উদ্বোধন করলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহালি। নিজের ১৮ নম্বর জার্সিতে লেখা 'মাই কোভিড হিরোজ' অর্থাৎ 'আমার কোভিড যোদ্ধারা'। মূল ম্যাচের জার্সির পাশাপাশি অনুশীলনের জার্সিতেও লেখা থাকবে 'মাই কোভিড হিরোজ'। এছাড়া সামাজিক মাধ্যমে কোভিড যোদ্ধাদের নানা গল্পও তুলে ধরবেন কোহালিরা।

সেই ভিডিও সংবাদ সম্মেলনে তিন জন কোভিড যোদ্ধার সঙ্গে কথোপকথনে অংশও নিয়েছেন কোহালিরা। যারা করোনাভাইরাসের এ সময়ে ঝুঁকি নিয়েও নানাভাবে সহায়তা করা করে আসছেন। কানে শুনতে না পারা সিমরনজিৎ সিংহ অর্থ সংগ্রহ করে অসহায় কোভিড আক্রান্তদের সাহায্য করেছেন। 'ফোর-এস শিল্ড' তৈরি করা হৃতিকা সিংহয়ের গল্পও বলা হয়। শ্রমিকদের সন্তানদের জন্য জিশান জাভিদ ভাইকে নিয়ে দুধ সরবরাহ করার গল্পও উঠে এসেছে কোহালিদের সে সংবাদ সম্মেলনে।

আর এমন সব কর্মকাণ্ডে দারুণ উচ্ছ্বসিত কোহলি, 'গত কয়েকমাসে, যখনই আমি কোভিড যোদ্ধাদের গল্প শুনেছি তখনই আমার লোম খাঁরা হয়ে গেছে। এই আসল চ্যালেঞ্জ দেশকে গর্বিত করে। আগামীকালকে আরও উন্নত করার জন্য নিবেদিত হতে আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। আরসিবির "মাই কোভিড হিরোজ" জার্সিটি পরতে পেরে আমি সত্যিই গর্বিত। তারা দিনরাত ব্যাটিং করেছে এবং মাঠে লড়াই করেছে এবং তাদের আমার নায়ক বলতে পেরে সম্মানিত।'

আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া এ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অবশ্য নিজেদের মিশন শুরু করবেন আগামী সোমবার। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দারাবাদ।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

40m ago