মাগুরায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১৭

Magura Accident.jpg
মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ছবি: স্টার

মাগুরা জেলার মুগীরঢাল এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন।

মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে সোহাগ পরিবহণ ও চাকলাদার পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জন মারা যান। দুর্ঘটনায় আহতদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় আহত ১৭ জন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।

পুলিশ সুপার বলেন, ‘মৃতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চাকলাদার পরিবহনের সুপারভাইজার আমিন হোসেন (৪৫) ও হেলপার আরিফ হোসেন (২৫)। অপর দুজনের পরিচয় এখনো জানা যায়নি।’

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালের মর্গে নিয়ে গেছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago