লকডাউনে ভারতের প্রায় ৬০ লাখ উচ্চপদস্থ চাকরিজীবী কাজ হারিয়েছেন
লকডাউনে ভারতের ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, অ্যাকাউন্টেন্টসহ কমপক্ষে ৬০ লাখ উচ্চপদস্থ চাকরিজীবী তাদের কাজ হারিয়েছেন।
ভারতের সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির (সিএমআইই) সর্বশেষ রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
আজ শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
গত মার্চের শেষ দিকে করোনার কারণে ভারতে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সিএমআইই জানায়, ২০১৬ সালের জানুয়ারি-এপ্রিলে ভারতে উচ্চপদস্থ চাকরিজীবীর সংখ্যা ছিল ১ কোটি ২৫ লাখ। ২০১৯ সালের মে-আগস্টে হয়েছিল ১ কোটি ৮৮ লাখ। একই বছরের সেপ্টেম্বর-ডিসেম্বরে এই সংখ্যাটি ছিল ১ কোটি ৮৭ লাখ। চলতি বছরের জানুয়ারি-এপ্রিল মাসে এই পরিসংখ্যান কমে হয় ১ কোটি ৮১ লাখ হয়। কিন্তু, মে-আগস্টে এই সংখ্যা দাঁড়ায় ১ কোটি ২২ লাখে। অর্থাৎ, করোনার কারণে ৫৯ লাখের বেশি চাকরিজীবী চাকরি হারিয়েছেন।
গত বছরের তুলনায় চলতি বছরে চাকরি কমেছে প্রায় ৬৬ লাখ, অর্থাৎ ভারতে বেকারত্ব ২৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সিএমআইই।
Comments