আর্জেন্টিনা দলে নেই দি মারিয়া-আগুয়েরো, ফিরলেন পাভোন
কাতার বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তাতে নেই সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তারকা আনহেল দি মারিয়া। এছাড়া ইনজুরির কারণে নেই আরেক তারকা খেলোয়াড় সের্জিও আগুয়েরো। তবে দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে দলে ঠিকই রেখেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে দলে ফিরেছেন ক্রিস্তিয়ান পাভোন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষে আবারও শুরু হয়েছে আন্তর্জাতিক ফুটবল। ইউরোপের দলগুলো নেশন্স লিগ খেলতে এরমধ্যেই মাঠে নেমেছে। এবার কাতার বিশ্বকাপ বাছাই পর্ব দিয়ে শুরু করতে যাচ্ছে ল্যাটিন আমেরিকার দলগুলো। ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনার মিশন। আগামী ৮ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপে জায়গায় পাওয়ার লড়াই শুরু করবে মেসিরা।
তবে এ ম্যাচদুটি হওয়ার কথা ছিল গত মার্চে। করোনাভাইরাসের ছোবলে দুই দফায় স্থগিত হওয়ার পর অবশেষে অক্টোবরে মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
মেজর সকার লিগে অসাধারণ ছন্দে থাকায় ফিরেছেন পাভোন। সিরি আ ও চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার হয়ে নজরকাড়া ফুটবল খেলায় ফিরেছেন আলেহান্দ্রো গোমেজও। ডাক পেয়েছেন জিওভানি সিমেওনেও। আর্সেনাল ছেড়ে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়া গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও রয়েছেন স্কোয়াডে।
আর্জেন্টিনা:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (উদিনেসে), আগুস্তিন মার্চেসিন (পোর্তো)
ডিফেন্ডার: হুয়ান ফয়েথ (টটেনহ্যাম হটস্পার), রেনজো সারাভিয়া (ইন্তারনাসিওনাল), হের্মান পেজ্জেইয়া (ফিওরেন্তিনা), লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), নেহুয়েন পেরেজ (অ্যাতলেতিকো মাদ্রিদ), ওয়াল্তার কান্নেমান (গ্রেমিও), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনা (সেভিয়া), ফাকুন্দো মেদিনা (লেস)
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), রদ্রিগো দি পল (উদিনেসে), ইজিকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস দোমিনগেস (বোলোনা), আলেক্সিস ম্যাক আলিস্তার (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলো দিবালা (জুভেন্টাস), লুকাস ওকামপোস (সেভিয়া), নিকোলাস গনসালেজ (স্টুটগার্ট), আলেহান্দ্রো গোমেজ (আতালান্তা), হোয়াকিন কোররেয়া (লাৎসিও), লুকাস আলারিও (লেভারকুসেন), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), জিওভানি সিমেওনে (কাইয়ারি) ও ক্রিস্তিয়ান পাভোন (এলএ গ্যালাক্সি)।
Comments