৯ বছরে ৯ বিয়ে!
সোলায়মানের বয়স ২৯ বছর, কাজ করেন একটি পোশাক কারখানায়। কিন্তু, এই ২৯ বছর বয়সেই ৯টি বিয়ে করেছেন তিনি।
প্রশাসনের অফিসার পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম আর মোবাইল ফোনে মেয়েদের সঙ্গে কথা বলে প্রতারণার জালে ফেলে বিয়ে করে অর্থ হাতিয়ে নেওয়া সোলায়মান অবশেষে মহানগর গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছে। গ্রেপ্তার সোলায়মানের গ্রামের বাড়ি বরগুনায়।
শুক্রবার দিবাগত রাতে নগরীর পাহাড়তলী থানা এলাকার একটি বাসা থেকে সোলায়মানকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখানে থেকে তার নয় নম্বর স্ত্রী স্ত্রী রহিমা আক্তারকে উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘মেয়েদের প্রতারণার ফাঁদে ফেলে বিয়ে করা ও অর্থ হাতিয়ে নেওয়ার একটি অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।’
‘সোলায়মান পেশায় একজন পোশাক শ্রমিক হলেও তিনি বিভিন্ন বাহিনীর অফিসার পরিচয় দিয়ে বিয়ে করে এবং পরে মেয়ের পরিবারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করাই তার মুল কাজ,” বলেন পুলিশ কর্মকর্তা আবু বক্কর।
এই প্রতারকের টার্গেট থাকে গার্মেন্টসের নিম্নমধ্যবিত্ত শ্রেণির মেয়েরা বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
জিজ্ঞাসাবাদে পুলিশকে সোলায়মান জানিয়েছে ১৭ বছর বয়সে জীবিকার সন্ধানে বরগুনা থেকে চট্টগ্রামে আসেন। পরে ৮০০০ টাকা বেতনে কাজ নেন নগরীর একটি পোশাক কারখানায়। বিভিন্ন পোশাক কারখানার নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মেয়েদের টার্গেট করে তাদের সামনে নিজেকে কখনো পুলিশ অফিসার, কখনো আর্মি অফিসার, কখনো আবার নেভি অফিসার হিসেবে নিজেকে পরিচয় দেন। বিশ্বাস করাতে ফটোশপের মাধ্যমে নিজের চেহারা অন্য ছবির উপর এডিট করে দিতেন মেয়ের পরিবারের কাছে।
পুলিশ বলছে, বিয়ে করার পরে স্ত্রীর ভাই-বোনদেরকে চাকরি দেওয়ার নাম করে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। এ ছাড়াও, স্ত্রীদের মাধ্যমে এনজিও থেকে লোন নিয়ে ওই অর্থ নিয়ে পালিয়ে যায়। এর পরে টার্গেট করেন আরেকজনকে।
পুলিশ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘গত নয় বছরে সে নয়টি বিয়ে করেছে। তার অষ্টম স্ত্রী রাহেলার কাছ থেকে তার ভাই ও বোনকে চাকরি দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছেন প্রায় আড়াই লাখ টাকা এবং তার নামে এনজিও থেকে ঋণ তুলে হাতিয়ে নিয়েছেন আরও এক লাখ টাকা। আর সবশেষ নবম স্ত্রীর রহিমার কাছ থেকে যৌতুক নিয়েছেন দুই লাখ টাকা।’
‘সোলায়মানের নবম স্ত্রী রহিমা আক্তারের মা বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি মামলা রুজু করেছেন,’ বলেন পুলিশ কর্মকর্তা আবু বক্কর।
Comments